ওয়াদুদ তানভীর, প্যারিস, ফ্রান্স::
সোমবার (১০ মার্চ) প্যারিসের অদূরে পন্তা (Pantin) শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সেলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আব্দুর রব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কমর উদ্দিন, তৈমুর হাসান আপলো, আব্দুল হামিদ এবং প্যারিস ভিত্তিক ইমিগ্রেশন হেল্প সেন্টার আদাফ-এর প্রেসিডেন্ট ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ তানভীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান সুমন, এমাদ উদ্দিন, সাইন উদ্দিন। সাংবাদিক ও সম্পাদক মান্নান আজাদ (ইউরো ভিশন নিউজ), জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন, সিলেট সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শুভ্রত শুভ, রাজনগর সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি সেলিম ওয়ালিদ সেলু, রাজনগর ট্রাস্টের সভাপতি আব্দুল কাইয়ুম, গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডসের সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাবরুর ইসলাম, আলা উদ্দিন, হাসান মাহমুদ, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, তারেক আহম, আব্দুর রউফ চৌধুরী সুমন, তায়েফ আহমেদ চৌধুরী, রাজু আহমেদ, রাজেশ দাস মিঠু, তারিকুল ইসলাম, মারুফ আহমেদ, কিবরিয়া আহমেদ, সেলিম উদ্দিন, আসুক উদ্দিন, ইমরান আহমদ, উসামা মান্না, তারেক খাঁন, শহিদুল ইসলাম, আতিক আহমাদ, রায়হান আহমেদ, ইমতিয়াজ রিপন, মাহবুবুর রহমান, আবু বক্কর, ইমরান নাজির, শাহীন আহমেদ, জুবের আহমেদসহ আরও অনেকে।
পরিশেষে, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মাওলানা বসির উদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।
জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সে বসবাসকারী জুড়ী উপজেলার প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দেশ ও প্রবাসে নানা সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে।
জুড়ীরসময়/তানভীর/হোসাইন