নিজস্ব প্রতিবেদক::
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকালে মৌলভীবাজার থেকে মিনিবাস যোগে রাজনগরের মাথিউড়া চা বাগানের উদ্দেশ্যে রওয়ানা করা হয়।
সকাল সাড়ে ১০টায় গন্তব্যে পৌঁছেন। সেখানে সাংবাদিকরা সবুজের সমারোহে সাজানো সারি সারি টিলা আর চা বাগানের নৈস্বর্গিক সৌন্দর্য্য উপভোগ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যরা।
দিনব্যাপী আয়োজন ঘিরে বিভিন্ন রকম খেলাধুলা, নাচ-গান, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
খেলাধুলার মধ্যে ফুটবল, হাড়িভাঙা, ইন-আউট, ঝুঁড়িতে বল নিক্ষেপ ছিল আকর্ষণীয় ইভেন্ট মধ্যাহ্নভোজের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের নেতৃত্বে আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বর্ষীয়ান সাংবাদিক এম এ সালাম, মৌসুফ এ চৌধুরী, শ. ই সরকার জবলু, নূরুল ইসলাম, মো. আব্দুল আজিজ, মামুনুর রশিদ মহসিন, সালেহ এলাহি কুটি, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেল, সাংবাদিক মোস্তাক আহমদ চৌধুরী, সালাহ উদ্দিন ইবনে শিহাব, আব্দুর রব, আফরোজ আহমদ, শাহ নেওয়াজ চৌধুরী সুমন, হোসাইন আহমদ, সৈয়দ বয়তুল আলী, আবুল হায়দার মো. তরিক, ওমর ফারুক নাঈম, মো. আশরাফ আলী, এম এ কাইয়ুম সুলতান, অলী আহমদ মাহিন, রিপন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন