নিজস্ব প্রতিবেদক::
বুধবার (০১ জানুয়ারি) সকালে বড়লেখা উপজেলার গাজিটেকা (আদিত্যের মহাল) এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে হামলাকারী যুবক জাকির হোসেন টিপুকে আটক করেছে পুলিশ। সে একই এলাকার মৃত আব্দুল ওয়াহিদের ছেলে এবং বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী।
এঘটনায় সেবাশ্রমের সভাপতি কৃপাসিন্ধু দত্ত থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, মহাপ্রভুর আখড়ায় একজন যুবক হামলা চালিয়েছে এই ঘটনা শুনে তাৎক্ষণিক সেখানে যায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত জাকির হোসেন টিপু নামের যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আখড়া থেকে ছিনতাইকৃত রুপার একটি অলংকার ও নগদ ৩ হাজার টাকার কিছু বেশি উদ্ধার করা হয়।
হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়লেখায় উপজেলা নির্বাহি অফিসার সহ প্রশাসনের কর্মকর্তারা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেন, আখড়ায় হামলাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে; কোন কারণে কি উদ্দেশ্যে সে হামলা চালিয়েছে? জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য পাওয়া যাবে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন