নগরায়ন
-নাজনীন রিয়া
নাম না জানা শহরটা
ব্যস্ত অনেক বেশি,
কাজের ঠেলায় হারিয়েছে
নিত্যদিনের হাসি।
কৃত্তিমতায় ভরে গেছে
চারিপাশের ছায়া,
ছোট বড় সবাই এখন
দেখায় ভন্ড মায়া।
°
কাজের ফাঁকে সবাই খুজে
সতেজতার ছোয়া,
ভুললে কি করে এ শহরে
ছেয়েছে কালো ধোঁয়া!
বড় বড় দালান কোটা
কেড়েছে সব সুখ,
সহজ সরল জীবটার
দিয়েছে ভিন্ন রূপ।
°
এসির নিচে ভাবছ বসে
আরামে আছি অতি!
সি এফ সি গ্যাস ওজন স্তরের
করছে বেশ ক্ষতি!
ভবিষ্যৎ প্রজন্মকে রাখলে কোথায়
করেছ কি চিন্তা?
অত্যাধুনিক আরাম আয়েশ
বাড়িয়েছে ক্ষতির মাত্রা।
°
অতিরিক্ত টাকা পয়সা
আনবে ঘরে সুখ,
ঐ আশাতে ঘরে এখন
কলহ বিবাদ দুঃখ!
ছাদের উপর আবাদ করো
গ্রামের জমি ফাঁকা!
চিন্তা চেতনা কোথায় গেল
মা -বাবা বাড়িতে একা।
নগরায়ন খেয়েছে মাথা
ভুলিয়ে দিয়েছে অতীত,
চাঁদের আলোয় গল্প আসর
ভালোবাসার প্রতীক।
শিক্ষার্থী: মৌলভীবাজার সরকারি কলেজ।