আব্দুল আজিজ::
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চার দিনের সরকারি ছুটি চলছে। এই ছুটি কাজে লাগাতে পরিবার নিয়ে সময় কাটাতে অনেকেই ছুটছেন দেশের পর্যটন স্পটগুলোতে।
এ ধারাবাহিকতায় পর্যটকের আগমনে মুখরিত মৌলভীবাজার। এই জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর লেকে বেড়াতে এসেছেন অগণিত ভ্রমণপিপাসু। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলেও রয়েছে পর্যটকদের উপস্থিতি।
হোটেল ও রিসোর্ট মালিকরা জানিয়েছেন, দীর্ঘদিন মন্দাভাব থাকলেও গত দুই-তিন দিন প্রচুর পর্যটক আসায় তাদের মধ্যে আশার আলো জেগেছে।
বন বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহীদুল ইসলাম বলেন, ‘গত দুই দিনে লাউয়াছড়ায় ১ হাজার ১০০ পর্যটক এসেছেন। সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ১ হাজার ১৪২ টাকা।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন