নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে দেশব্যাপী সাম্প্রদায়িক বিবাদ প্রতিরোধ সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উপজেলা জামায়াত ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ আগস্ট ) ভবানীগঞ্জ বাজারের স্টেশন রোডের সভাকক্ষে উপজেলা জামায়াতের আমির হাফেজ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।
এ-সময় তারা বলেন, দেশব্যাপী দুষ্কৃতিকারীরা মানুষের সম্পদ লুট করছে। আমাদের জুড়ীতেও এর নজির দেখেছি আমরা। বাংলাদেশ জামায়াত ইসলামী এর তীব্র নিন্দা জানিয়েছে। জুড়ীতে বিভিন্ন বাড়িতে হামলা - ভাঙচুর তান্ডব চালিয়েছে দূর্বৃত্তরা, আমরা তাদের বাড়িতে গিয়েছি। আমাদের শহরে এখন আইনশৃঙ্খল বাহিনী নেই, গতকাল এবং আজ সকালেও সেনাবাহিনীর সাথে মিটিং হয়েছে আমাদের। আমরা বলেছি যতদিন না আইনশৃঙ্খল বাহিনী আসছেন, আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের জানমাল মসজিদ - মন্দির এবং সরকারি সম্পদ পাহারা দেব। এই বার্তা আমরা আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরও দিয়েছি।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র দাস, বিশ্বজিৎ দত্ত, রতীশ চন্দ্র দাস, চঞ্চল ঘোষ, শ্রৌতাঈ দেব নাথ, প্রাঃ পিংকু চন্দ্র দাস, অজয় কুমার দে, সুভাষ চন্দ্র দাস, সুর্দশন দাস, নারায়ন দাস, মনিরুজ্জামান, পৃতেশ দশ, পিয়ন চন্দ্র দাস, সিতার্ত শেখর দাস, বিমল চন্দ্র ঘোষ।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন