মৌলভীবাজারে দু'পক্ষের সংঘর্ষে নিহত-১

মৌলভীবাজারে দু'পক্ষের সংঘর্ষে নিহত-১

প্রতীকী ছবি

বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব লামুয়া (পংমধপুর) গ্রামে পূর্বশত্রুতার জেড়ে উভয় পক্ষের সংঘর্ষে রুমান মিয়া নামের একজন নিহত ও উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছেন। এঘটনায় বাড়ি লুটপাটেরও অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন নিহত রুমান মিয়া লেবাছ মিয়ার গোষ্টির লোক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাল মিয়া এবং লেবাছ মিয়ার গোষ্টির মধ্যে দীর্ঘ দিন যাবত মামলা চলছে। ২৭ জুলাই রাতে পূর্ব শত্রুতার জেরে লেবাছ মিয়ার গোষ্টি লাল মিয়া ও তার চাচা আকিল মিয়ার বাড়িতে হামলা করে। হামলায় আকিল মিয়ার স্ত্রী ও মেয়ে পপি আক্তার (১৭) মারাত্মক আহত হন। পরবর্তীতে হামলাকারীরা লাল মিয়া অপর চাচা মৃত মোবারক উল্ল্যাহ বাড়িতেও আক্রমন করে ঘরের সকল মালামাল লুটপাট করে আগুন লাগিয়ে চলে যায়। রাতের হামলার জেরে রোববার সকালে উভয় গোষ্টি সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেন। দুই বারের হামলায় উভয় পক্ষের অন্তত প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। তবে পুলিশ দাবি করছে এ ঘটনায় ১১জন আহত হয়েছেন। 

এক পর্যায়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম বলেন, খাস জায়গা দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ দিন যাবত মামলা ও ঝামেলা চলে আসছে। এরই সূত্র ধরে শনিবার রাতে ও রোববার সকালে সংঘর্ষ হলে রুম্মান নামে লেবাছ মিয়া’র গোষ্টির একজন লোক মারা যায় এবং প্রায় ১১ জন আহত হন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন