নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া এবং কিল-ঘুষি মেরেছে ছাত্রলীগের নেতাকর্মী। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ২ টায় ক্লাবরোড থেকে শুরু করে মিছিল নিয়ে রেল গেইট পর্যন্ত গিয়ে আবারও ভবানীগঞ্জ বাজারে ফিরে আসে শিক্ষার্থীরা। তখন জুড়ী উপজেলা ছাত্রলীগের জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন রশীদ, সাবেক ছাত্রনেতা মাহফুক নাইম, মামুন সহ নেতাকর্মীরা ধাওয়া করে শিক্ষার্থীদের। এ ঘটনায় প্রাথমিকভাবে আহত হোন ক'জন শিক্ষার্থী।
আন্দোলনের অংশগ্রহনকারীর একজন বলেন, শান্তিপ্রিয় জুড়ীকে অশান্ত তো ছাত্রলীগ'ই করতে চাইলো। কোনো রাজনৈতিক পদবী, রাজনৈতিক সমর্থনবিহীন একদল সাধারণ শিক্ষার্থী তাদের অন্যান্য ভাইদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রতিবাদস্বরুপ একটি মিছিল করলো মাত্র। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হালমা চালানোর চেষ্টা করেছে, আমাদের সহপাঠী ক'জনকে কিল-ঘুষি মেরেছে। জোড় করে কেঁড়ে নিয়েছে আমাদের ফ্যাস্টুন।
এবিষয়ে জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন রশীদ বলেন, আজ দুপুরে শিবিরের কিছু ছেলে চিল্লাপাল্লা - মিছিল করছিল আমরা ক'জন তাদের তাড়িয়ে দিয়েছি। হাতাহাতির বিষয় জানতে চাইলে তিনি বলেন, এরকম কিছুই ঘটেনি।
জুড়ীরসময়/ডেস্ক/জামান