রাজনগরে ফের চেয়ারম্যান শাহজাহান; ভাইস চেয়ারম্যান ফৌজি-সুমি

রাজনগরে ফের চেয়ারম্যান শাহজাহান; ভাইস চেয়ারম্যান ফৌজি-সুমি

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল কাদির ফৌজি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী সুমাইয়া সুমি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শুপ্রভাত চাকমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক।

ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে শাহজাহান খান কাপ পিরিচ প্রতীকে ৪৪ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওনক আহমদ অপু মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩ ভোট, আহমদ বিলাল আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৬৫ ভোট। 

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি টিউবওয়েল প্রতীকে  ২৮ হাজার ৭৮৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিম দে মধু উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২০হাজার ২৭২ ভোট।

এ ছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আব্দুল হাকিম চশমা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৪৪ ভোট, জবলু সরকার  তালা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৬৭ ভোট, সঞ্জয় দেবনাথ বই প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়া সুমি ফুটবল প্রতীকে ৪২ হাজার ৭১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী কলস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭১১ভোট।

অন্যান্য প্রতিদ্বন্দ্বী লুৎফুল নাহার সিলিং ফ্যান প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৫৮ ভোট, ডলি বেগম পদ্ম ফুল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৭০১ ভোট।

এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৬৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও চা বাগান অধ্যুষিত কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন