মেডিকেলে চান্স পেলো জুড়ীর সুমাইয়া জাহান

 

মেডিকেলে চান্স পেলো জুড়ীর সুমাইয়া জাহান
বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই গ্রামের সুমাইয়া জাহান এমবিবিএস ১ম বর্ষের ২০২৩-২৪ শিক্ষা বর্ষে মেডিকেল চান্স পেয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারী) ২০২৩-২০২৪ শিক্ষাব‌র্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এবারের মেডিকেল পরীক্ষায় সে ২৭১.৭৫ মেরিট স্কোর পেয়ে রংপুর মেডিকেল কলেজে চান্স পায় সে। তার মেরিট পজিশন ২৫০৪।

সুমাইয়া জাহান জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এবং ২০২৩ সালে তৈয়বুন্নেছা খানম একাডেমি সরকারি কলেজ থেকে এইচএসসিতে  জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

সুমাইয়া জাহান এর পিতা মরহুম কামরুজ্জামান এবং মাতা পারভীন আক্তার। 

সুমাইয়া জাহান জানান, "পরীক্ষা দিয়ে আমি মোটামুটি  শিওর ছিলাম আমার চান্স হবেনা। জানা প্রশ্ন ভুল দাগাইছি, অনেকগুলা তো এই রকম ছিলো যে বইয়ের কোন পেজে ছিলো তাও মনে আছে কিন্তু আনসার মনে নাই। যাই হোক, সন্ধ্যার দিকে বেশ কয়েক জায়গায় সলভ দেওয়ার পরে মনে হলো একটুর জন্য মিস হয়ে যাবে। আজকে রেজাল্ট বের করে দিলো আমার একজন স্যার। দেখি মার্ক বেড়ে গেছে। রংপুর মেডিকেল কলেজে চান্স হয়েছে। রুমমেটরা পরীক্ষার পরে আমার অবস্থা দেখেছে, তারা তো রেজাল্ট দেখে নাচানাচি শুরু করে দিলো। কিন্তু আমার কোনো রিয়েকশন নেই। আমি পুরোই অবাক।

তিনি জানান, "মেডিকেলে চান্স পাওয়ার জন্য  সকল প্রশংসা আল্লাহর। সকলের দোয়া নিয়ে ভবিষ্যতে একজন আদর্শবান ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন