মেহদি হাসান::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজ মাঠে শাহজালাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে সমাপ্ত হলো জুড়ী প্রিমিয়ার লীগ সিজন ২ মেগা ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
ফাইনালে অংশগ্রহন করে জুড়ী পূর্বাঞ্চল ফাইটার্স বনাম সওদাগর সুপার কিংস। সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেপি ফাইটার্স। নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে পূর্বাঞ্চল। জবাবে ২০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে সওদাগর সুপার কিংস। ফলে ৩৩ রানে ম্যাচটি জিতে নিয়ে প্রথম বারের মতো জুড়ীর কোনো মেজর টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করলো জুড়ী পূর্বাঞ্চল ফাইটার্স। দলের পক্ষে ব্যাট হাতে ১৪ বলে ৩৩ রান এবং বল হাতে ১ টি উইকেট নিয়ে ম্যান অফ দা ফাইনাল নির্বাচিত হন পূর্বাঞ্চলের মাহমুদুল হাসান রিয়াজ।
এ টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খেলার শেষ অংশ উপভোগ ও পুরষ্কার বিতরণ করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি থেকে খেলাটি উপভোগ ও পুরষ্কার বিতরণ করেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এবং উপজেলা স্কাউটসের কমিশনার রিংকু রঞ্জন দাশ।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক খালেদ হোসেন অভির সভাপতিত্বে, কোয়াব জুড়ীর সম্পাদক জাকির আহমেদ তানিম এর সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাসান আহমেদ জাবেদ, কোয়াব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক এবং সিলেট স্ট্রাইকার্সের সহকারী কোচ রাসেল আহমেদ, বড়লেখা ক্রিকেট দলের অধিনায়ক আমিনুল ইসলাম। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খলিলুর রহমান, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দীন, জুড়ী ল্যাব এইডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আলামিন তালুকদার, আয়োজক শাহজালাল স্পোর্টিং ক্লাব ও কোয়াব জুড়ীর সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, শাহজালাল স্পোর্টিং ক্লাবের সম্পাদক আমির হোসেন রনি, নয়াবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি শামসুল আরেফিন মুক্তা, জেপি ফাইটার্সের ম্যানেজার শাহ মোয়াজ্জেম রুবেল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এবি আহাদ, সদস্য সচিব খালেদ চৌধুরী, সদস্য কুতুব উদ্দিন জসিম, রাহয়ান শাহীন, হারুনুর রশীদ হীরা, রায়হান আহমেদ, ছাত্রলীগ নেতা মাহফুজ আলম নাঈম, এআর সাজেদ সহ টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি মালিক, সংগঠক, সাধারণ দর্শক, বর্তমান ও সাবেক খেলোয়ারবৃন্দ। ম্যাচটি পরিচালনা করেন জুড়ীর সিনিয়র ক্রিকেটার ফখরুল ইসলাম ও এবি সামাদ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আয়োজক, পৃষ্ঠপোষক ও পরিচালনা কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং জুড়ীর ক্রিকেট উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
দূর্দান্ত অলরাউন্ড নৈপুন্যে টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন উষার আলো টাইগার্সের রাসেল আহমেদ। সর্বোচ্চ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হন পূর্বাঞ্চল ফাইটার্সের রুহেল আহমেদ। সর্বোচ্চ উইকেট শিকার করে সেরা বোলার যৌথভাবে পূর্বাঞ্চলের রুকনুজ্জামান ও সওদাগরের ওলিদ মামুন। দুর্দান্ত ফিল্ডিং করে এই টুর্নামেন্টে সেরা ফিল্ডার নির্বাচিত হন পূর্বাঞ্চল ফাইটার্সের সহ-অধিনায়ক জাবেদ উদ্দীন।
জেপিএল সিজন ২ এর পৃষ্ঠপোষকতা করেছেন সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহেদুল ইসলাম। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে নগদ ২০ হাজার টাকা এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার দেয়া হয়েছে নগদ ১৫ হাজার টাকা।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন