মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনার বাংলা একতা সংঘের আয়োজনে পূর্ব জুড়ী ইউনিয়নের টালিয়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দেশপ্রেম ও ভাষার মহত্ত্ব তুলে ধরতেই এই আয়োজন করে সংগঠনটি। কচিকাঁচারা খুবই আনন্দে সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২০শে ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার টালিয়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৫জন শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম, ২য় ও ৩য় পুরুষ্কারসহ প্রথম ১০ জনকে বিশেষ পুরুষ্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি কলম উপহার দেওয়া হয় সোনার বাংলা একতা সংঘের পক্ষ থেকে।
প্রথম পুরুষ্কার পান বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শাহির আহমেদ। ২য় স্থান অধিকার করেন ৫ম শ্রেনির মাশরাফি আহমেদ ও ৩য় হন একই শ্রেণির নুরিয়া জান্নাত নাজু।
বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির কাছে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সোনার বাংলা একতা সংঘের নেতৃবৃন্দ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী শিক্ষক তাজ উদ্দিনে উপস্থাপনায় ও প্রধান শিক্ষক অমূল্য চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য তছিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনার বাংলা একতা সংঘের সভাপতি তারেকুল ইসলাম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন শিব্বির, অর্থ সম্পাদক সোহান মুন্তাসির ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী।
জুড়ীরসময়/খালেদ/হোসাইন