নিজস্ব প্রতিবেদক::
রবিবার (১৮ জানুয়ারী) সকালে জাঁকজমকপূর্ণ আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। কোয়াব জুড়ীর সভাপতি আব্দুল আউয়াল এর সভাপতিত্বে, সম্পাদক জাকির আহমেদ তানিম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, উপজেলা যুবলীগের সম্পাদক শেখরুল ইসলাম, ইউপি সদস্য জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কোয়াব জুড়ীর নেতৃবৃন্দ, অংশগ্রহনকারী ১৪টি দলের অধিনায়ক, সাবেক ও বর্তমান ক্রিকেটারগন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভে সকল দলের অধিনায়কদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং খেলোয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষে মাঠে গড়ায় উদ্বোধনী খেলা। মোকাবেলা করে উপজেলা ফাউন্ডেশন জুড়ী বনাম আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইডিয়াল। নির্ধারিত ২০ ওভারে অধিনায়ক জাকির হোসেন শান্ত-র ৪৮ রানে ভর করে ১১৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় তারা। জবাবে দ্বিতীয় ওভার থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে উপজেলা ফাউন্ডেশন। সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত উইকেট হারালেও ৬ষ্ঠ উইকেট জুটি পর্যন্ত বেশ ভালোভাবেই খেলায় টিকে থাকে তারা। কিন্তু ১৩তম ওভারে জয়নুল ২টি ও ১৪তম ওভারে সাইদুল ৩টি উইকেট শিকার করে রোমাঞ্চকর এই দুইটি ওভারে ধস নামিয়ে জয় নিজেদের করে নেয় আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন সাইদুল।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন