মেডিকেলে চান্স পেলো জুড়ীর তানিয়া রহমান

 

মেডিকেলে চান্স পেলো জুড়ীর তানিয়া রহমান
বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের তানিয়া রহমান এমবিবিএস ১ম বর্ষের ২০২৩-২৪ শিক্ষা বর্ষে মেডিকেল চান্স পেয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারী) ২০২৩-২০২৪ শিক্ষাব‌র্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এবারের মেডিকেল পরীক্ষায় সে ২৭০ মেরিট স্কোর পেয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চান্স পায় সে। তার মেরিট পজিশন ৩৪৫১।

তানিয়া রহমান জুড়ী আল ফালাহ ইসলামিক একাডেমি থেকে ২০২১ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এবং ২০২৩ সালে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে  জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

তানিয়ার পিতা মুজিবুর রহমান পেশায় ব্যবসায়ী ও মা তাহমিনা বেগম গৃহিণী।

তানিয়া রহমান জানান, পড়াশোনার বিষয়ে বাবা খুব সচেতন ছিলেন। ইন্টারমিডিয়েট শেষ করার সাথে সাথে রেটিনার সিলেট শাখায় ভর্তি করে দেন। সকল সময় পড়াশোনার খোঁজ নিতেন। বাবার স্বপ্ন পূরণের জন্য আমি চেষ্টা করেছি। আল্লাহ সফল করেছেন।

তিনি জানান, মেডিকেলে চান্স পাওয়ার জন্য  সকল প্রশংসা আল্লাহর। চান্স পাওয়ায় মা-বাবা, আত্নীয়-স্বজন সকলেই খুশি। ভবিষ্যতে একজন আদর্শবান হয়ে মানুষের সেবা করতে চাই।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন