নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, আমার নেত্রী যখন বর্তমান সংসদ সদস্য মো. শাহাব উদ্দিনকে মনোনয়ন দেন তখন পাড়ার মানুষ থেকে শুভাকাঙ্খী অনেকে আমার সাথে যোগাযোগ করে বলেছেন আমি যেন স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়াই। কিন্তু আমি সবাইকে বলেছি আমি নৌকার বিপক্ষে নির্বাচন করব না। কারণ যেই নৌকার জন্য আমি গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের কাছে গিয়েছি, নৌকার জন্য ভোট চেয়েছি সেই নৌকার বিরোধিতা করতে পারব না।
শনিবার ( ৯ ডিসেম্বর ) বিকেলে তিনি ঢাকা থেকে নিজ এলাকা জুড়ীতে আসেন। এ সময় জুড়ী ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেটের সামনে জুড়ী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি'র সভাপতিত্বে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী, ফয়সাল মাহমুদ, হুমায়ুন রশীদ রাজি, কামরুল হাসান নোমান, বেলাল হোসাইন, রেহান পারবেজ রিপন, রাজীব বৈদ্য, তাপস, সাইদুর, মাহবুব, এ আর সাজেদ, আবেদ রেজা, এ আর বাপ্পি, কাওসার সহ অনেকে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন