নিজস্ব প্রতিবেদক::
বিজয়ের ৫৩ বছরে বর্ণীল সাজে সজ্জিত হয়ে দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শুরু হয় হেক্সাস জুড়ী শাখার বিজয় দিবস উদযাপন।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় শিশুদের জন্য বিশেষ আয়োজন হিসেবে ছিলো কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগীতা। জুড়ী এবং কুলাউড়া উপজেলা থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী (১ম-১০ম শ্রেণি পর্যন্ত) এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। হেক্সাস জুড়ী ব্রাঞ্চের ফ্যাকাল্টি মেম্বার আশরাফুল ইসলাম আরজু ও এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয়া সূত্রধর ঐশির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় চিফ মডারেটরের দায়িত্ব পালন করেন জুড়ী উপজেলার সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও উপজেলা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আসুক মিয়া এবং দেশাত্মবোধক গান প্রতিযোগীতায় চিফ মডারেটরের দায়িত্ব পালন করেন চম্পলকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জুড়ী উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সূদন সূত্র ধর।
তিনটি বিভাগে (ক বিভাগ- ১ম থেকে ৪র্থ শ্রেণি, খ বিভাগ - ৫ম থেকে ৮ম শ্রেণি এবং গ বিভাগ - ৯ম থেকে ১০ম শ্রেণি) অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারী মোট ১৮ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম জসিম, ম্যানেজার রিপন দাশ এবং উপস্থিত বিচারকবৃন্দ।
এছাড়া ও দিনব্যাপী বিজয় অফারে ইংরেজি ভাষা শিক্ষা এই প্রতিষ্ঠান তাদের স্পোকেন ইংলিশ এবং আইএলটিএস কোর্সে বিজয় অফারে ভর্তি কার্যক্রম চলমান রাখে। রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের সাড়া পেয়েছেন বলে ব্রাঞ্চের ফ্যাকাল্টি মেম্বার ইমরান নাজির ও আইটি ইন্সট্রাক্টর আজহার আক্তার লোমা এই প্রতিবেদককে নিশ্চিত করেন।
সমাপনী বক্তব্যে ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর ও প্রোগ্রামের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জসিম বলেন, " বিজয় দিবসে দেশকে ভালোবেসে, দেশের জন্যে কাজ করে যাওয়ার জন্য আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই বিজয় সংগ্রামের, এই বিজয় এক খন্ড স্বাধীন ভূখন্ডের। দেশের বাইরেও আমাদের অনেক শিক্ষার্থী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করেছেন ইতোমধ্যেই। "
ব্রাঞ্চের ফ্যাকাল্টি মেম্বার আতিকুল ইসলাম, তানিয়া, নুসরাত জাহানের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় এই প্রোগ্রাম টি সফল ভাবে সম্পন্ন করতে পেরেছেন বলে দাবী করেন ব্রাঞ্চের ম্যানেজার রিপন দাশ।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন