জুড়ী- বড়লেখায় প্রার্থী হলেন যারা



নিজস্ব প্রতিবেদক:: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -১ বড়লেখা জুড়ী সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা রিটার্নিং কার্যালয়ের দেওয়া তথ্যমতে, আওয়ামী লীগের প্রার্থী মোঃ শাহাব উদ্দিন নৌকা প্রতীক, তৃণমূল বিএনপি'র প্রার্থী  মোঃ আনোয়ার হোসেন সোনালী আঁশ, জাতীয় পার্টি থেকে আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র থেকে মোহাম্মদ ময়নুল ইসলাম ট্রাক প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পর সোমবার দুপুর থেকেই শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীদের এ  প্রচার-প্রচারণা চলবে।

জুড়ীরসময়/ডেস্ক/জামান