নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী থানার নব যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিনের সাথে জুড়ীরসময়ের সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জুড়ী থানায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নব যোগদানকৃত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন, জুড়ীর সময়ের সম্পাদক আশরাফ আলী, ফিচার সম্পাদক মেহেদী হাসান, সময়ের আলো প্রতিনিধি আব্দুর রহমান শাহিন, জুড়ীরসময় অ্যাসাইনমেন্ট এডিটর আফিফুর রহমান, দৈনিক সংবাদ সারাবেলা জুড়ী প্রতিনিধি খোর্শেদ আলম, জুড়ীরসময়ের উপ সাহিত্য সম্পাদক খালেদ মাসুদ ও নিজস্ব প্রতিবেদক আজিজুর রহমান মুজাহিদ।
মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওসি এস এম মাইন উদ্দিন বলেন, জুড়ীর সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলার বিষয়টি গুরুত্ব সহকারে পরিচালনা করা হবে। পাশাপাশি সাংবাদিকরা যদি পুলিশকে সহায়তা করে তাহলে সমাজের বড় বড় অপরাধ গুলো নিয়ন্ত্রণে আনা খুব সহজ হবে। রাষ্ট্রের নির্ধারিত দায়িত্ব পালনে যা কিছু প্রয়োজন আমরা সেগুলো করতে সর্বদা প্রস্তুত রয়েছি। প্রশাসনিক কাজে কে খুশি হলো বা কে মনঃক্ষুণ্ন হলো তা দেখার বিষয় পুলিশের নয়। বর্তমান সময়ে দেখেছি পুলিশের মন্দ কিছু হলে এগুলো বেশি ছড়ায়। পুলিশের ভালো কাজগুলো কেউ দেখতে চায় না।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন