মেহদি হাসান ::
মৌলভীবাজারের জুড়ীতে শাহজালাল স্পোর্টিং ক্লাব আয়োজিত জুড়ী প্রিমিয়ার লীগ সিজন ২ এর হয়ে গেল জমকালো উদ্বোধনী।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার প্রাণকেন্দ্র তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহেদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জেপিএল সিজন ২ এর উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি কোয়াব জুড়ী ও শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে, টুর্নামেন্টের আহবায়ক খালেদ হোসেন অভির সঞ্চালনায় জুড়ীর তরুন প্রজন্মের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানি ইমরান, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহেল উদ্দীন, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ডাক্তার আলামিন তালুকদার, কোয়াব জুড়ী ও শাহজালাল স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ, অংশগ্রহনকারী গোয়ালবাড়ী রাইডার্স ও বিন্দু ভাইকিংস এর ফ্রাঞ্চাইজি মালিক, সংগঠক, খেলোয়ার ও সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রনে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজ মাঠ একটি বৃহৎ মিলনমেলায় পরিণত হয়।
মৌলভীবাজারে অনুষ্ঠিতব্য কোয়াব কাপের আহবায়ক মাহবুব ইজদানি বলেন, 'জুড়ীতে ক্রিকেট আয়োজকদের এই বিশেষ আয়োজন ভালো লেগেছে। বিশেষ করে ট্রফি উন্মোচনে আহবায়ক খালেদ হোসাইন অভির বুদ্ধিদীপ্ত পরিকল্পনার বেশ প্রশংসা করেন। ক্রিকেট আয়োজনে জুড়ীর তরুন প্রজন্মের এই মাঠে ফিরে আসাকে তিনি সদা সাধুবাদ জানিয়ে বক্তব্য দেন।
প্রধান অতিথি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য এসএম জাকির তাঁর বক্তব্যে জুড়ীর ক্রিকেটের সাথে তাঁর এই অংশগ্রহণকে 'সবসময়ের ইচ্ছা' বলে জানান। তিনি তার বক্তব্যে বলেন-- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের ক্রিকেট অবকাঠামোকে জোড়ালো হাতে উন্নয়ন কর চলেছেন। জাতীয় ক্রিকেটে মৌলভীবাজার জেলার এই অগ্রযাত্রায় জুড়ীর ভূমিকা আরও কার্যকর হবে আগামীতে, সেই প্রত্যাশা রেখে জুড়ীর ক্রিকেট নেতৃবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন 'আমি সবসময় আপনাদের সাথে আছি'।
জুড়ীরসময়/মেহেদী/হোসাইন