জুড়ীতে জেপিএল সিজন ২ এর জাঁকজমকপূর্ণ খেলোয়ার নিলাম

জুড়ীতে জেপিএল সিজন ২ এর জাঁকজমকপূর্ণ খেলোয়ার নিলাম

মেহদি হাসান:: 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে হয়ে গেল অনুষ্ঠিতব্য জুড়ী প্রিমিয়ার লীগ সিজন ২ এর খেলোয়ার নিলাম। 

রবিবার (১৭ ডিসেম্বর) উপজেলার নয়াবাজারস্থ গ্র্যান্ড শাপলা কনভেশন হলে আয়োজিত এই আলোচনা সভা ও খেলোয়ার নিলামে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন ১০ টি ফ্রাঞ্চাইজি দলের সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়গন।

জুড়ীর স্বনামধন্য ক্রীড়া সংগঠন শাহজালাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে, সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী সাবেক ক্রিকেটার সৈয়দ জাহেদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজ মাঠে গড়াতে যাচ্ছে এবারের জুড়ী প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক খালেদ হোসেন অভির সভাপতিত্বে ও কোয়াব জুড়ীর সম্পাদক জাকির আহমেদ তানিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোয়াব জুড়ী ও শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আলামিন তালুকদার, নয়াবাজার স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, কোয়াব সহসভাপতি জাকির হোসেন শান্ত। 

এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী কোয়াব জুড়ীর আয়োজক শাহজালাল স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে আমির হোসেন রনি, তসিরুল ইসলাম, আব্দুল আহাদ, ফারুক আহমেদ ও ফ্রাঞ্চাইজি মালিক, সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়ারবৃন্দ। 

প্রায় তিন ঘন্টাব্যাপী এ নিলামে জুড়ীর শতাধিক ক্রিকেটারদেরকে সরাসরি নিজ নিজ দলে তালিকাবদ্ধ করে টীমগুলো। এবারের আসরে অংশগ্রহণকারী টীমগুলো হলো--

জুড়ী পূর্বাঞ্চল ফাইটার্স, সওদাগর সুপার কিংস, বিশ্বনাথপুর ডমিনার্টস, গোয়ালবাড়ি রাইডার্স, হাবিব ওয়ারিয়র্স,  শাহপরান স্টার্স, বিন্দু ভাইকিংস, গোয়ালবাড়ি পাওয়ার হিটার্স, উষার আলো টাইগার্স ও রাইসা স্ট্রাইকার্স।

অনুষ্ঠানে আগতদের বক্তব্যে উঠে এসেছে জুড়ীর ক্রিকেট অঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে যেতে আয়োজকমন্ডলীর আজকের এই আয়োজন জুড়ীর ক্রীড়াঙ্গনের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। ফ্রাঞ্চাইজি পদ্ধতি লীগ ও খেলোয়ার নিলামে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনের কারণে সকলের সুযোগ হয়েছে ভালো দল গঠন করার। বক্তা ও আয়োজকদের বক্তব্যে স্পষ্ট উঠে এসেছে যে এই আয়োজনের মাধ্যমে জুড়ী উপজেলার ক্রিকেটে উন্মোচিত হতে যাচ্ছে এক নতুন দিগন্তের। যেখানে ভালো পারফর্ম করার সুযোগ পাবেন জুড়ীর ক্রিকেট খেলোয়ার ও সংগঠকবৃন্দ। সকলের মধ্যে প্রতিযোগিতা ও ভাতৃত্যের বন্ধনের মিশেলে এগিয়ে যাবে জুড়ীর তরুন প্রজন্ম সেই আশাবাদ ব্যক্ত করে একটি জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট উপহার দেয়ার অঙ্গীকার দিয়েছেন আয়োজক নেতৃবৃন্দ। সে সাথে জুড়ীর খেলাধুলার উন্নয়নে সৈয়দ জাহেদের মতো সকল প্রবাসী সমাজকর্মী ও খেলোয়ারদের অংশগ্রহণ করার আহবান জানানো হয়েছে। 

আয়োজনের মিডিয়া পার্টনার 'স্পোর্টস নিউজ' জুড়ীর পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিম করা হয়েছে। এবং অনুষ্ঠিতব্য ম্যাচগুলো ফেইসবুকে লাইভ স্ট্রীম করা হবে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন