জুড়ীতে যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে

জুড়ীতে যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তা রূপান্তর এর বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় একটি দ্রুতগতির পথ অগ্রগতির জন্য যুব ফোরাম গঠন সভা হয়।

মঙ্গলবার রূপান্তর প্রকল্পের মৌলভীবাজার জেলার জেলা সমন্বয়কারী মুনজিলা'র সঞ্চালনায় জুড়ী শিশু শিক্ষা একাডেমিতে  ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম গঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃআলমগির হোসেন, জুড়ী শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক খুরশিদা বেগম, বিশেষ অতিথি ছিলেন ভিএসডিও এর র্নিবাহি পরিচালক এম.এ.এইস শাহিন।

জুড়ী উপজেলা যুব ফোরামে আহব্বায়ক নির্বাচিত হয়েছে সেলিনা আক্তার এছাড়াও পাত্রিয়স লামিন , জসিম উদ্দন, কাজল বুনার্জি,  ও কো-অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সালমা বেগম। 

এই কর্মসূচীর মাধ্যমে যুবদের সক্রিয় অংশগ্রহণ এবং সমাজ দেশ উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখবে তা ব্যক্ত করে। সরকারের  সামাজিক-অর্থনৈতিক প্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

জুড়ীরসময়/মুজাহিদ/হোসাইন