বঙ্গবন্ধু ফোরাম ইউকের কেন্দ্রীয় কমিটিতে জুড়ীর রাজু ও রনি

বঙ্গবন্ধু ফোরাম ইউকের কেন্দ্রীয় কমিটিতে জুড়ীর রাজু ও রনি

বিশেষ প্রতিবেদক::

বঙ্গবন্ধু ফোরাম ইউকের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে আবদুস সামাদ রাজু ও সাংগাঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ চৌধুরী রনি নির্বাচিত হয়েছেন।

বঙ্গবন্ধু ফোরাম ইউকের মহাসচিব শাহীন আহমদ চৌধুরী এক স্বাক্ষরিত প্যাডে জুড়ীর কৃতি সন্তান পশ্চিম জুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুস সামাদ রাজুকে সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা গোলাম মোহাম্মদ চৌধুরী রনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়। 

আব্দুস সামাদ রাজু জুড়ী উপজেলার অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুড়ীরসময়ের প্রকাশক। তিনি একাধারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

বঙ্গবন্ধু ফোরাম ইউকের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম সোহেল বলেন, আশাকরি উনারা তাদের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ও সোনার বাংলা বিনির্মাণে যথাযথ ভুমিকা রাখবেন। এবং সংগঠনকে আর ও শক্তিশালী করতে সর্বাত্নক চেষ্টা করবেন। তিনি তাদের সার্বিক সফলতা কামনা করেন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন