নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার জুড়ীতে সামাজিক সংগঠন জাগরণ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে হাজী আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজের ২০২৩ সনের এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার ( ১৩ ডিসেম্বর ) হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে আব্দুল্লাহ আল মামুনের পৃষ্ঠপোষকতায় জাগরণ সমাজ কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন রশীদ রাজি'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল লিয়াকত আলী খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দীন, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমীর উদ্দীন, খালেদুর রহমান। এ-সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরণ সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক তায়েফ সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক খালেদ মাসুদ। এ-সময় অতিথিরা বক্তব্যে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানান। শিক্ষার মানোন্নয়নের জন্য সতর্কতার সাথে দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবার উৎসাহ দেন।
সভাপতির বক্তব্যে জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন রশীদ রাজি সবাই উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি ধারাবাহিকতায় থাকবো। বক্তব্যের শেষে তিনি পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ-সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জাগরন সমাজ কল্যাণ সংস্থার সাইফ উদ্দীন, লুহিন, তুহিন, মাহিন, তায়েফ, এনাম, সোহান আহমেদ সহ আরও অনেকে।
জুড়ীরসময়/খালেদ/হোসাইন