বিশেষ প্রতিবেদক::
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ীতে "জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের" সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম তারা মিয়া কে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের পক্ষ থেকে জুড়ী থানার (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন গুনীজন ব্যক্তি সাবেক এই প্রধান শিক্ষকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
উল্লেখ্য, তাজুল ইসলাম তারা মিয়া ১৯৬৫ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেন, শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। আমি বা আমরা জীবনে যতখানিই শিখতে পেরেছি সেখানে শিক্ষকদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। বিশ্ব শিক্ষক দিবসে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানানোর চেষ্টা করেছি।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন