বড়লেখায় গাঁজা সেবনের দায়ে একজনকে কারাদণ্ড

বড়লেখায় গাঁজা সেবনের দায়ে একজনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তারাদরম এলাকায় গাঁজা সেবনের দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গাঁজা সেবন ও বহনের অপরাধে শিপলু মিয়া নামের একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শিপলু উপজেলার জফরপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে বড়লেখা থানা পুলিশের একটি দল।


বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন