মৌলভীবাজারে জামায়াতের জেলা আমিরসহ আটক-৫

মৌলভীবাজারে জামায়াতের জেলা আমিরসহ আটক-৫


মৌলভীবাজার প্রতিনিধি::

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী সহ ৫ নেতাকে আটক করেছে পুলিশ।


পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার একটি বাড়ি থেকে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ০৫ নেতাকর্মীকে আটক করা হয়।


উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার জনৈক জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। 


আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, মৌলভীবাজার সদর উপজেলা আমির ফখরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী এবং জেলা জামায়াতের সদস্য শেখ শাহাবুদ্দিন। 


মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন