নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর সধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেলের পরিচালনায় লন্ডনের Micro Business Park এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কুরআন থেকে তেলাওয়াত করেন সলিসিটর সাদিকুর রহমান ।
স্বাগত বক্তব্য রাখেন সভাপতি রিয়াজ উদ্দিন এবং বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল ও কোষাধক্ষ্য এম এ সবুর।
সভায় বক্তব্য রাখেন- আবদুস সামাদ রাজু, সালেহ আহমদ, মোহাম্মদ আবুল কালাম, লুৎফুর রহমান, জিল্লুর রহমান কয়েছ, কামাল হোসেইন, মাহবুবুর রহমান, ইখতিয়ার মিয়া মাসুম, মাসুম আহমেদ রনি, খালেদ হোসেন, তাসভীর আহমদ ফাহিম, সাইফুজজামান দীপলু, রেজাউল ইসলাম রুবেল, আতিকুর মিয়া সুমন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচ কমিশন ফারুক আহমদ ও সহকারী নির্বাচন ইউনুছ ও জিল্লুর রহমান (কয়েছ) সকলের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বাতিল করেন।
এবং সালেহ আহমদকে সভাপতি দিয়ে ৭ জনের একটি কমিটি অনুমোদন দেন।
কমিটির সিনিয়র সহ-সভাপতি-আব্দুস সামাদ রাজু, সহ-সভাপতি- মোহাম্মদ আবুল কালাম, সাধারণ সম্পাদক-জহিরুল ইসলাম জাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক-এম এ সবুর, কোষাধক্ষ্য- সিপার রেজা ও সাংগাঠনিক সম্পাদক আযহার আহমেদ ওয়াসীমকে নির্বাচিত ঘোষনা করেন।
এবং পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য অনুরোদ করেন।
জুড়ীরসময়/মুজাহিদ/জামান