যাদব সমাজ উন্নয়ন সংস্থার কমিটি গঠন

যাদব সমাজ উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত


বিশেষ প্রতিবেদক::

যাদব সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরি  কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪১  সদস্যের কমিটিতে ধনঞ্জয় গোয়ালা সভাপতি প্রানেশ গোয়ালা, দ্বীপ নারায়ন গোয়ালা, প্রদীপ যাদব ও লক্ষী রানী গোয়ালা সহ-সভাপতি  উমেশ যাদব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গলের ৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদে যাদব সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে কমিটি গঠনকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যাদব সমাজ উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: শুভ গোয়ালা

ধনঞ্জয় গোয়ালা'র সভাপতিত্বে ও দীপংকর যাদব রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ং কালিঘাট ইউনিয়ন পরিষদ (শ্রীমঙ্গল) চেয়ারম্যান প্রানেশ গোয়ালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর সরকারি কলেজের প্রভাষক সনজিৎ যাদব।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই সংস্থার উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সেবায় কাজ করা, প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ, নারী পুরুষ বৈষম্য নিরসনে কাজ করা ও মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা সমুন্নত রেখে সমাজের সার্বিক উন্নয়ন তথা আধুনিক বাংলাদেশ বিনির্মানে গবেষণাধর্মী কর্মকান্ড পরিচালনা করা সহ ২০টি উদ্দেশ্য তুলে ধরেন।

কার্ষকরী কমিটিতে আরও নির্বাচিতরা হলেন, দীপক যাদব টিপু (যুগ্ম সাধারণ সম্পাদক), বিজয় যাদব (যুগ্ন সাধারণ সম্পাদক), কানাই রাম গোয়ালা (কোষাধক্ষ্য), দীপঙ্কর যাদব রানা (সাংগঠনিক সম্পাদক) রনি গোয়ালা (সাংগঠনিক সম্পাদক) প্রদীপ যাদব (সাংগঠনিক সম্পাদক), দিলীপ যাদব (দপ্তর সম্পাদক), শুভ গোয়ালা (প্রচার ও গন যোগাযোগ সম্পাদক), মনোজ কুমার যাদব (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মনীষা যাদব (গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক) রত্নজিত গোয়ালা (সাংস্কৃতিক ও ক্রিড়া বিষয়ক সম্পাদক), রাজেন গোয়ালা (আইন বিষয়ক সম্পাদক) বলরাম যাদব (শিক্ষা ও গবেষণা সম্পাদক), প্রদীপ যাদব (কর্মসংস্থান সমাজ কল্যাণ সম্পাদক), সৌরভ যাদব শিপু (বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক), দিপু যাদব  (মানব সম্পদ উন্নয়ন সম্পাদক), বিন্দা গোয়ালা (মহিলা বিষয়ক সম্পাদিকা), শিপা আহির (মহিলা বিষয়ক সম্পাদিকা), জয় যাদব ( ছাত্র বিষয়ক সম্পাদক) সহ আরও ১৪ জন সদস্য পদ লাভ করেন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন