নিজস্ব প্রতিবেদক::
জুড়ী উপজেলাকে বৃক্ষের মাধ্যমে সবুজ জুড়ী গড়ার উদ্যোগ নিয়েছে মানবিক সোসাইটি নামের একটি সামাজিক সংগঠন। এ উপলক্ষে উপজেলার আনাচে কানাচে এক হাজার টি গাছের চারা রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মঙ্গলবার জায়ফর নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ চারা রোপনের উদ্বোধন করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খোন্দকার ফরিদুল ইসলাম।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য বদরুল ইসলামের সভাপতিত্বে ও মানবিক সোসাইটির সমন্বয়ক কামরুল ইসলামের পরিচালনায় বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন - ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আসাবুর রহমান,জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) হুমায়ূন কবির , জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম, ইউপি সদস্য জাকির মনির, আজাদ মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আজাদ মিয়া,আব্দুল আহাদ তারা, অজয় দাস, ৭ এপিবিএন এর মিডিয়া উইংয়ের এএসআই সহিদুর রহমান পাবেল প্রমুখ।