জুড়ীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুড়ীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার জুড়ীতে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় শাহজালাল কমিউনিটি সেন্টারে মাই টিভির জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলামের আয়োজনে ও সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায়  প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম পারুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী টাইমসের চেয়ারম্যান সৈয়দ আব্দুর রফিক নাজমু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ সভাপতি হারিছ মোহাম্মদ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, পশ্চিমজুড়ী ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী আমজাদ হোসেন, শিক্ষক প্রণয় রঞ্জন দাস, বিশিষ্ট সংস্কৃতি কর্মী শহিদুল ইসলাম প্রিন্স,  লন্ডন  প্রবাসী আসাদুজ্জামান,  জুড়ী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জহিরুল ইসলাম, জুড়ী ল্যাবএইড ডিজিটাল ডায়গনিস্টিক সেন্টারের পরিচালক আল আমিন তালুকদার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান,  ইউপি সদস্য কামরুল হাসান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ফারুক আহমেদ, কাজল আহমদ,   যুবলীগ নেতা সাইফুর রহমান, সাংবাদিক আব্দুর রহমান শাহীন, খোরশেদ আলম, তসিরুল ইসলাম,আদনান চৌধুরী জাকির হোসেন, ফারুক মিয়া,মাহমুদ, আবিদ হোসাইন, চ্যানেল এস কুলাউড়া প্রতিনিধি জিয়াউল হক জিয়া, ছাত্রলীগ নেতা এ আর সাজেদ, রুহেদ মাহমুদ, আশরাফ, পাবেল, কয়েস, রাজন,প্রমুখ।


প্রতিষ্ঠাবার্ষিকীল অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মাই টিভি মানুষের আস্থা অর্জন করেছে। ১৪ বছর পদার্পণে মাই টিভির কাছে আমাদের প্রত্যাশা আরো বেড়েছে। আমরা আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাই টিভির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এর আগে মাই টিভির পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।


জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন