মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেলো ফুলতলার মীম

মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেলো ফুলতলার মীম


বিশেষ প্রতিবেদক::

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন জুড়ী উপজেলার ফুলতলার নাজিফা আক্তার মীম।

রোববার (১২ মার্চ) দুপুরে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে ৭৩.৭৫ টেস্ট স্কোর পেয়ে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ভর্তির চান্স পায় সে।

দ্বিতীয় বারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়ায় ডিজিএইচএস এর নিয়মের কারণে মূল মার্ক থেকে ৫ মার্ক কর্তন হয়।

নাজিফা আক্তার মীম ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৪. ৯৪ এবং তৈয়বুন্নেছা খানম একাডেমি সরকারি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এপ্লাস পায়।

তার পিতা মরহুম লুৎফর রহমান ও মাতা নাজমুন নাহার। ভাই-বোনের মধ্যে শুধু এক বড় ভাই তার।

মেডিকেলে চান্স পেয়ে নাজিফা আক্তার মীম জুড়ীরসময়ের সাথে প্রতিক্রিয়ায় জানান, জীবনে এমন কিছু এচিভমেন্ট থাকে যেগুলো সম্পর্কে বলতে গেলে সে রকম কোনো ওয়ার্ড যেকোন ডিকশনারিই ইনভিলিড দেখায়। আমার ক্ষেত্রে এ অর্জন তেমনই। আল্লাহর অশেষ রহমত, বিশেষ করে পরিবারের সাপোর্ট, সবার দোয়া সব মিলিয়েই আমার এ অবস্থানে পৌঁছা।
দোয়া করবেন, ভবিষ্যতে যেন গরীবের ডাক্তার হতে পারি।

এই অর্জন নিয়ে তার একমাত্র বড় ভাই আফিফুর রহমান বলেন, চারিদিকে অমানবিকতার ছড়াছড়ি। দোয়া করবেন যাতে আমার বোনকে একজন আদর্শবান ও মানবিক ডাক্তার হিসেবে সমাজ ও দেশের জন্য উপহার দিতে পারি।

জুড়ীরসময়/এআর/সাইফ