নিজস্ব প্রতিবেদক ::
এস এফ বি কুরআনের আলো আয়োজিত সিলেট জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মাদরাসাতুত তাহফিজ এর ছাত্র হাফিজ রামিম আহমদ।
শুক্রবার (৩০ডিসেম্বর) সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত চুড়ান্ত রাউন্ডে প্রথম স্থান অর্জন করে অতিথিদের কাছ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন হাফিজ রামিম আহমদ।
হাফিজ রামিম আহমদ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের সিরাজ মিয়ার তৃতীয় পুত্র।
জানা যায় , হাফিজ রামিম আহমদ মাদরাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ চারখাই এর ছাত্র।
জুড়ীরসময় /ডেস্ক /এবিডি /মুজাহিদ