জুড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

জুড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক


বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে পর্ণোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) উপজেলার ফুলতলা ইউপির বটুলী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

জানা গেছে, উপজেলার ফুলতলা ইউপির বটুলি গ্রামের জহুর আলীর ছেলে তাজ উদ্দিন (২৬) এক কলেজ ছাত্রী সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ওই তরুণীর সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয়। পরে মেয়েটির নগ্ন ছবি সামাজিক যোগাযোগ ভাইরাল করার দায়ে পর্ণোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করে জুড়ী থানা পুলিশ।

জুড়ী থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পর্ণোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জুড়ীরসময়/এএস/সাইফ