সাংবাদিকদের চোখে ফুলতলা ইউনিয়ন নির্বাচন

সাংবাদিকদের চোখে ফুলতলা ইউনিয়ন নির্বাচন


নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন নির্বাচন হচ্ছে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)।

সকাল ৮টা থেকে তীব্র কুয়াশা উপেক্ষা করে ভোটাররা ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে কেন্দ্রগুলোতে। ইউনিয়নের মোট ১১টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। ইভিএম জটিলতায় ২নং কোনাগাঁও ইউনিয়ন পরিকল্পনা ও কল্যাণ কেন্দ্রের ২টি বুথে ভোটগ্রহণ হচ্ছে না। এছাড়া এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তীব্র কুয়াশার মধ্যে ইউনিয়নের ১১টি ভোট কেন্দ্রে নির্বাচনের তথ্য সংগ্রহে রয়েছেন বেশ কিছু সাংবাদিক। তাদের চোখে দুপুর ১টা পর্যন্ত যেমন দেখছেন নির্বাচনের হালচাল।
নির্বাচনের তথ্য সংগ্রহে থাকা জুড়ী টিভির সম্পাদক সাংবাদিক দেলাওয়ার হোসেন জানান, সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইনের সারি দেখা গেছে। একটি কেন্দ্রে ইভিএম সমস্যা থাকায় ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

দৈনিক ইত্তেফাকের জুড়ী প্রতিনিধি কামরুল হাসান নোমান জানান, কুয়াশার মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। মানুষজন লাইনে দাড়িয়ে আছে। ভোটারগণ তাদের প্রিয় মানুষদের ভোট দিচ্ছেন।

দৈনিক সমকালের বেলাল হোসাইন জানান, ইভিএমের কারণে ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে। আর ফুলতলা ইউনিয়ন বাগান অধ্যুষিত হওয়ায় এখানকার মানুষদের ইভিএম নিয়ে ভোগান্তি হচ্ছে।

জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি তানজির আহমদ রাসেল জানান, লাইনে ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। ইভিএমের কারণে ধীরগতিতে ভোটগ্রহণ চলছে। ইভিএম সম্পর্কে মানুষ না জানায় পোলিং অফিসারদের বেগ পেতে হচ্ছে। এবং তারা ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ভোট দিতে হবে।

জুড়ীরসময়/এএ/সাইফ