না ফেরার দেশে উপাধ্যক্ষ মতিউর রহমান



নিজস্ব প্রতিবেদক:

না ফেরার দেশে চলে গেলেন হাজারো আলেমের ওস্তাদ হযরত শাহখাকী (র.) ইসলামীয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মতিউর রহমান।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় তিনি কুলাউাড়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালের মতিউর রহমানের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া নেমেছে।

উপাধ্যক্ষ মতিউর রহমানের জানাযার নামাজ আগামীকাল রবিবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় হামিদপুর গুরুস্থান মাঠে অনুষ্ঠিত হবে।

মতিউর রমানের ভাতিজা জসিম উদ্দিন বলেন, চাচা দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভোগছিলেন। আজ (শনিবার) সকালেও তিনি ডায়ালাইসিস করে বাড়িতে এসেছেন। বিকেলে খাবার খেয়ে আছরের নামাজ পড়েছেন। এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মতিউর রহমানের ছাত্র বিয়ানীবাজার জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম বলেন, হুজুর মাদরাসার প্রাণ ছিলেন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখা অনেক সুন্দর করে বুঝাতেন। যাতে তারা একেকজন বড় বড় আলেম হতে পারে। 

তিনি বলেন, বিশে^র বিভিন্ন দেশে হুজুরের হাজারো ছাত্র রয়েছেন। যারা ভালো ভালো জায়গায় অবস্থান করছেন। 

আমাদের প্রাণ প্রিয় উস্তাদকে আমরা হারিয়ে শোকাহত। আল্লাহ তায়ালা যেন আমাদের প্রিয় উস্তাদকে জান্নাতের সর্বোচ্চ আলা মাক্বাম দান করেন।

জুড়ীরসময়/ডেস্ক/এএ