নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, ফুলতলা ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম ফয়াজ আলীর ছেলে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু ঘোড়া প্রতীকে ৫ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুলতলা ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাসুক আহমেদ নৌকা প্রতীকে ২ হাজার ২১২ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭২০ ভোট।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন