নিজস্ব প্রতিবেদক::
জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের এলাপুর এলাকায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজুর রহমান(২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাগরনাল ইউনিয়নের এলাপুর এলাকায় সড়কের বাঁকে দূর্ঘটনাটি ঘটে। মিরাজ রাজকী-এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমের চতুর্থ সন্তান। সে সিলেটে কৃষি ডিপ্লোমা কোর্সে অধ্যায়নরত ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেরাজ ও তার মামাতো ভাই মোটরসাইকেল যোগে বাড়ি জুড়ী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে এলাপুর এলাকায় সড়কের বাঁকে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মেরাজ একটি গাছের সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার এস আই পরিতোষ চন্দ্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুড়ীরসময়কে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
জুড়ীরসময়/ডেস্ক/আফিফ/হোসাইন