ফুলতলা ইউপি নির্বাচন: ২নং কেন্দ্রে ইভিএম সমস্যা

ফুলতলা ইউপি নির্বাচন: ২নং কেন্দ্রে ইভিএম সমস্যা


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন নির্বাচন সকাল ৮টায় শুরু হয়েছে। চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। তবে ইভিএম জটিলতায় ২নং কোনাগাঁও ইউনিয়ন পরিকল্পনা ও কল্যাণ কেন্দ্রের ২টি বুথে ভোটগ্রহণ হচ্ছে না।

এই কেন্দ্রে ৪টি বুথের মধ্যে ২টি বুথে ভোটগ্রহণ না হওয়ায় লাইনে দাড়ানো ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১৪৪৪ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৭২টি নেওয়া হয়েছে।

নির্বাচনের তথ্য সংগ্রহে থাকা সংবাদকর্মী দেলাওয়ার হোসেন জুড়ীরসময়কে জানান, কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। অনেকেই লাইনে দাড়িয়ে ভোট দিতে না পারায় মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সকাল থেকে সমস্যা হওয়ার পর ইভিএম সমস্যার কোন সমাধান হচ্ছে না।

ইভিএম জটিলতার তথ্যটি নিশ্চিত করেছেন ২নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মৃণাল কান্তি দাস।


জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন