মা ও শিশু স্বাস্থ্য সেবা নিয়ে গোয়ালবাড়ীতে উঠান বৈঠক

মা ও শিশু স্বাস্থ্য সেবা নিয়ে গোয়ালবাড়ীতে উঠান বৈঠক


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পূর্ব কচুরগুল গ্রামের আশ্রয় কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উঠান বৈঠকে মা ও শিশু স্বাস্থ্য সেবা নিয়ে  আলোচনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আলোচনা নাসির উদ্দিন।

এসময় কিশোরীদের স্বাস্থ্যসেবা ও বয়ঃসন্ধির সচেতনতা, গর্ভবতী  সেবা, পরিবার পরিকল্পনা বিভাগের ৭টি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে জনসংখ্যা সমস্যা ও এর থেকে সচেতন থাকা নিয়ে এবং পরিবার পরিকল্পনা বিভাগের সকল প্রকার সেবা বিস্তর আলোচনা হয়।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- হাফিজ নূর উদ্দিন, আব্দুল আজাদ সাহেব, এছাড়াও উপস্থিত ছিলেন আশ্রয় কেন্দ্রে এরিয়ার নারী, কিশোরীরা। 

বৈঠকটির আয়োজন করেন, নাসিমা বেগম (FWA) ও রুশনা বেগম (PPV) এবং এই বৈঠকটি পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক নাসির উদ্দিন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন