জুড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জুড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফ্রান্স প্রবাসীদের সংগঠন "জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর পক্ষ থেকে এবং আল-ইখওয়ান সমাজকল্যাণ সংস্থার আয়োজনে হোসন আলী উচ্চ বিদ্যালয়ে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের পরিচালনায় এবং ওয়েলফেয়ারের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুহেল। বিশেষ অতিথি ছিলেন আল-ইখওয়ান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আশরাফুজ্জামান রিশাদ, সমাজসেবক হারুনুর রশিদ, নোমান আহমদ, সাব্বির খান, রেদওয়ানুল ইসলাম শাকিল ও রাফি।

কম্বল বিতরণ শেষে দেশ এবং প্রবাসী সকলের কল্যাণে মোনাজাত করা হয়।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন