নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১১কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। ভোট কার্যক্রম বিরতিহীন ভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
জুড়ীতে এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটাররা বলেছেন, ইভিএম মেশিনে ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে। এজন্য সময়ের মধ্যে উপস্থিত ভোটারদের ভোট দিতে পারবে কি না এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সর্বমহলে। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রার্থী ও ভোটারা এখন সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ ও ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
উপজেলা ফুলতলা ইউনিয়ন পরিষদে ১১টি কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৫৬ জন। চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান জানান, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। লাইনে দাড়িয়ে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জুড়ীরসময়/এএ/সাইফ