ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস পালন করল হেক্সাস জুড়ী



নিজস্ব প্রতিবদক:

মৌলভীবাজারের জুড়ীতে ২০১৭ সালে প্রতিষ্ঠিত ইংরেজি ভাষা শিক্ষার প্রতিষ্ঠান হেক্সাস। প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হিসেবে এটি সুনাম কুড়াচ্ছে। শুরু থেকে এ পর্যন্ত ৩ হাজারেরও অধিক শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শিক্ষায় সফলতার সহযাত্রী জুড়ীর এই প্রতিষ্ঠান। 

শুক্রবার মহান বিজয় দিবসকে কেন্দ্র করে নানা আয়োজন মূখরিত ছিল হেক্সাস জুড়ী প্রাঙ্গন। সকালে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করার মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কার্যক্রম। 

সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। প্রথমেই শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি বিতর্ক প্রতিযোগীতা দিয়ে  শুরু হয় দিনের প্রথম অধিবেশন। বিতার্কিকদের অসাধারণ উপস্থাপনা আরও প্রাণবন্ত হয়ে উঠে বিতর্ক প্রতিযোগিতা। 

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন হেক্সাসের একঝাক তরুণ শিক্ষক। 

এরপর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে শিশুদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাঝে ছিলো ছড়া, কবিতা, দেশাত্মবোধক গান সহ চিত্রাঙ্কন প্রতিযোগীতা।

জুড়ীরসময়/ডেস্ক/এএ