জুড়ীতে বন্যাদুর্গত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

 

জুড়ীতে বন্যাদুর্গত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের জুড়ীতে বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা সদরের মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিন।

জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে ও কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জুড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: মাসুক মিয়া, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, গ্রামীণ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মুজিবুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুহিবুর রহমান, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সিংহ, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিবানন্দ দাস, হাকালুকি আশ্রয়কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবারন চন্দ্র দেবনাথ, ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, একটি জাতি কতটা উন্নত তা বোঝা যায় তার শিক্ষা দিয়ে। শিক্ষায় যে জাতি অগ্রসর, সে জাতি তত উন্নতির শিখরে পৌঁছায়। বর্তমান পৃথিবীর উন্নত দেশ জাপানের প্রথম উন্নয়ন হয়েছে শিক্ষার উন্নয়ন দিয়ে। সবকিছুর ঊর্ধ্বে হলো শিক্ষা। তোমরা শিক্ষিত হয়ে জাতিকে শিক্ষিত করতে হবে। বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের জন্য তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানান।

জুড়ী উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন