বিশেষ প্রতিবেদনক::
জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু যুক্তরাজ্যে গমন করার কারণে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে সিনিয়র সহ সভাপতি হাজী মাছুম রেজাকে। তিনি সদর জায়ফর নগর ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর জানান, ১৭ সেপ্টেম্বর উপজেলা বিএনপির কার্যালয়ে বর্ধিত সভার সিদ্ধান্তে বর্তমান সভাপতির যুক্তরাজ্যে অবস্থানকালে হাজী মাসুম রেজা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।
বর্ধিত সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি, গত নির্বাচনে জুড়ী -বড়লেখা থেকে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন মিঠু উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু জানান, জুড়ী উপজেলা কমিটির বর্ধিত কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী হাজী মাসুম রেজাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সিদ্ধান্তটি জানানো হয়েছে