মৌলভীবাজারে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

মৌলভীবাজারে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি::

মৌলভীবাজারে সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশের আয়োজনে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড  কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাইবার সেফটি ফাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর কে বি খান বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন।

তামান্না আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের প্রবীণ শিক্ষক লক্ষি কান্তি ধর, সহকারি শিক্ষক মুরাদ আলম, শাহজাহান আহমেদ, শিক্ষিকা নুর জাহান বেগম, সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের শুভাকাঙ্ক্ষী জসীম উদ্দীন, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, মৌলভীবাজারে সাইক্লিং কমিউনিটি এন্ড রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ, ঢাকা পোস্টের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের এক্সিকিউটিভ মেম্বার হাসিনুর রহমান ওমি।

এসময় সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনা করেন সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর কে বি খান বিজয়।

পরে টিমের কাজে অতুলনীয় অবদানের জন্য টিমের সদস্যদের মাজে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দরা।

অনুষ্টানের শেষ পর্যায়ে অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সিএসএফ লগোযুক্ত অফিসিয়াল মাস্ক বিতরণ করা হয়।

জুড়ীরসময়/কামরান/সাইফ