জুড়ীর মাসুক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জড়ীর মাসুক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


বিশেষ প্রতিবেদক::

জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালত।

আদালত থেকে জামিনে গিয়ে জামিনের শর্ত ভঙ্গ করায় এবং আদালতে হাজির না হওয়ায় এ ওয়ারেন্ট জারি করেছেন  মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী আহসান।

৩০ জুন “নারী নির্যাতন ও যৌতুক দাবির” অভিযোগে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তার ২য় স্ত্রী শিরীন আক্তার। তখন আদালত আসামী মাসুক আহমদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে তিনি আপোষ মিমাংসার শর্তে আদালত থেকে জামিন নিয়েছিলেন। কিন্তু আদালতে হাজির না হওয়ার কারণে এবং জামিনের শর্তগুলো ভঙ্গ করায় সোমবার ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতের বিচারক মুহাম্মদ আলী আহসান তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

জুড়ীরসময়/পি.ডি/সাইফ