বড়লেখায় ২১ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

 


নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার  বড়লেখা উপজেলায়  হেলমেট, লাইসেন্সবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ২১ জনকে ১৭ হাজার ৭শত টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ আগস্ট) দুপুরে পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন  রাস্তায়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ও বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় হেলমেট ব্যবহার না করা এবং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর দায়ে ২১ জন চলককে ভ্রাম্যমাণ আদালতের আওতায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মামলা দিয়ে ১৭  হাজার ৭শত টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট ব্যবহারসহ সংশ্লিষ্ট ডকুমেন্টস হালনাগাদ করার জন্য পরামর্শ দেওয়া হয়।

জুড়ীরসময়/ডেস্ক/এএ