অনন্য শ্রমের নগণ্য মজুরি!

অনন্য শ্রমের নগণ্য মজুরি!


জাহিদুল ইসলাম জাহিদ::

'চা' আমাদের দেশের অন্যতম একটি শিল্প। যার মাধ্যমে আমরা ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করি। অথচ যাদের ঘাম ঝরা শ্রমে সমৃদ্ধ হচ্ছে এই শিল্পটি তাদের শ্রমের মূল্য আজ অতি নগণ্য। যদিও মালিক পক্ষ শ্রমিকদের নিরাপত্তা চিকিৎসা বাসস্থানসহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদান করে আসছে। 

তবে বর্তমান দ্রব্যমূল্য ও জীবনমান অনুযায়ী তাদের শ্রমের মজুরি বৃদ্ধি সময়ের যৌক্তিক দাবি। চা শিল্পকে সমৃদ্ধ ও গতিশীল রাখার জন্য শ্রমিকদের জীবনমান উন্নতি একান্ত প্রয়োজন। মালিক শ্রমিক উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে একটি সম্মানজনক মজুরি নির্ধারন অবশ্যক।

অতএব চা শ্রমিক মজুরি নিয়ে চলমান সংকটের সুষ্ঠু সুন্দর সমাধানে কর্তৃপক্ষের প্রতি সদয় আহবান থাকলো। কেননা এই চা শিল্প আমাদের গর্বের, সম্মানের এবং সম্ভাবনার।

জুড়ীরসময়/জাহিদ/সাইফুল্লাহ