কুলাউড়ায় 'সাউদান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে'র নগদ অর্থ সহায়তা

 

বিশেষ প্রতিবেদক::

যুক্তরাজ্যস্থ 'সাউদান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে'র পক্ষ থেকে মৌলভীবাজারের কুলাউড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুই শত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

সমস্ত যুক্তরাজ্য জুড়ে ব্যাডমিন্টনকে প্রমোট করা এবং টুর্নামেন্ট ও প্রদর্শনী ইভেন্ট আয়োজনের মাধ্যমে ব্যাডমিন্টন খেলাকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত 'সাউদান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে'র পক্ষ থেকে কুলাউড়া উপজেলার তিনটি  ইউনিয়নে

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শত পরিবারের মধ্যে নগদ দেড় লক্ষ টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।‌ কুলাউড়ায় স্থানীয়ভাবে 'সাউদান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে 'কুলাউড়া বাইক রাইডার্স । ‌

রবিবার উপজেলার জয়চন্ডি ইউনিয়নের গিয়াস নগর, দক্ষিণ গিয়াস নগর, কামার কান্দি,  লামাগাও  এলাকায় ১৪০ পরিবার, কুলাউড়া সদর ইউনিয়নের শিবির এলাকায় ২০ পরিবার ও‌ 

কাদিপুর ইউনিয়নের কারেরা গ্রামে ৩৫ টি পরিবারের মধ্যে এই অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। ‌এ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জয়চন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুর রব মাহবুব ও উত্তর কামারকান্দি মসজিদের সভাপতি আব্দুস সহিদ । 

জয়চন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব বলেন, যারা কুলাউড়ার এই অসহায় মানুষদের প্রতি সহযোগিতায় হাত বাড়িয়েছেন তাদের এ কার্যক্রম স্মরণীয় হয়ে থাকবে। ‌তারা যেন প্রবাসে সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রার্থনা করি। ‌তিনি বলেন, দীর্ঘদিনের বন্যায় বানবাসী মানুষের দূর্ভোগের শেষ নেই। অনেকের মাথাগোজার একমাত্র ঠাঁইটুকু বানের জলে নষ্ট হয়ে গেছে। বন্যার পানি কমলেও ঘর মেরামতসহ ক্ষতিগ্রস্থ মানুষের পুনবার্সনে তিনি  সরকারের পাশাপাশি ব্যক্তি-প্রতিষ্ঠান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।‌ "সাউদান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন" এর পক্ষ থেকে গত  ১৯ জুলাই অনুষ্ঠিত  চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। 

নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন কুলাউড়া বাইক রাইডারর্সের এডমিন আহনাফ শাহরিয়ার, হোসেইন ইমু ও রাসেল আহমেদ।‌ তারা  যুক্তরাজ্যস্থ "সাউদান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন" কুলাউড়ার অসহায় বন্যার্ত মানুষের সহযোগিতায় নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণের ভুয়সী প্রশংসা ও সংগঠনের সকল সদস্যদের প্রতি কুলাউড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তারা জানান, এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের ঘরবাড়ি, কৃষি ফসল, গবাদিপশুসহ জীবিকা নির্বাহের সবকিছু পানিতে তলিয়ে গেছে।  কুলাউড়া বাইক রাইডার্স বন্যার শুরু থেকে টানা ২২ দিন বন্যার্তদের মানুষের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে । এমনকি ঈদের দিনও কোরবানি মাংস বিতরণ করেছে।  তারা বলেন, দেশের দূর্যোগময় মুহুর্তে  সবসময় প্রবাসীরা এগিয়ে আসেন।‌


জুড়ীরসময়/ডেস্ক /আশরাফ /এবিডি