জুড়ীতে টিম-১৫ এর খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা

 


নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের জুড়ীতে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে টিম-১৫।

বুধবার (২২ জুন) শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

খাদ্য সহায়তার প্যাকেটগুলোতে ছিল ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, ১ প্যাকেট টোস্ট, ২ লিটার মিনারেল পানি, ৫ প্যাকেট ওরস্যালাইন, ২ প্যাকেট ছোট বিস্কুট, ৫০০ গ্রাম চিনি, ১ কেজি আম, ৫০০ গ্রাম খেজুর ও ১ প্যাকেট মশার কয়েল।

বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধের ব্যবস্থা  করে টিম-১৫। বন্যা দূর্গত এলাকায় রোগীদের চেক-আপ করে ব্যবস্থাপত্র দেন টিমের সদস্য মেডিসিন ডা. খালেদ সাইফুল্লাহ (এমবিবিএস)।

এসময় অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সহায়তা ও  ৩০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। 

খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিম-১৫ এর ইমরানুল ইসলাম, হাসান আহমদ, মো  আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন মঞ্জু, শামসুল ইসলাম, এ এম সাইফুল ইসলাম, আব্দুর রব শিমুল, আরাফাত জামান, রফিক সুমন, সাজেদুল ইসলাম, সাব্বির খান, আশরাফ আলী, শাহজালাল ফার্মেসীর আবু তাহের মাসুম, এম এইচ দেলোয়ার, কামরুল ইসলাম, রাশেদ চৌধুরী প্রমুখ।

জুড়ীরসময়/ডেস্ক/এএ